স্বর্ণের বাজারে বিশাল ধস: দুই দিনে কমলো ৩০,৪০০ টাকা, এখন ভরি কত?
দেশের বাজারে অবিশ্বাস্য গতিতে কমছে স্বর্ণের দাম। টানা দুই দিনের ব্যবধানে স্বর্ণের ভরিতে রেকর্ড ৩০ হাজার ৪০০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS)। সবশেষ আজ (শনিবার, ৩১ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে গত শুক্রবারও (৩০ জানুয়ারি) এক লাফে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছিল।