প্লাস্টিকের দরজার দেশিয় বাজার ৫০০ কোটি টাকার ওপরে
কাঠের দরজার একচেটিয়া বাজারে শক্ত অবস্থান জানান দিচ্ছে প্লাস্টিক ও প্রক্রিয়াজাতকৃত বোর্ডের কপাট। সাশ্রয়ী আর টেকসই হওয়ায় আবাসিক ও বাণিজ্যিক ভবনে দরজার পরিবর্তন আনছেন বাসিন্দারা। উৎপাদক প্রতিষ্ঠানগুলো বলছে, মাসে লাখ পিসের বেশি দরজা বিক্রি করেন তারা। যার দেশিয় বাজার ৫০০ কোটি টাকার ওপরে।