নড়াইলে সেতুর উচ্চতা কম হওয়ায় নৌচলাচল ব্যাহত
নড়াইলের চিত্রা, নবগঙ্গা, কাজলা ও আফরা নদীতে অনুমোদন ছাড়াই কম উচ্চতার সেতু বানিয়েছে এলজিইডি ও সড়ক বিভাগ। এতে চলাচলে বিঘ্ন ঘটায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন নৌপথ ব্যবহারকারী ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে কয়েকটি সেতুর কিছু অংশ ভেঙ্গে উঁচু করে নৌ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা কর্তৃপক্ষের।