পঞ্চগড় পৌরবাসীর ভোগান্তি দূরে নওশাদ জমিরের উদ্যোগ
‘হামরা থাকি নদীর পাড়ত। কাহো হামার খোঁজ লেয় না। পৌরসভার বাতিলা জ্বলে না। আন্ধারত রহেচু। বুড়া মানসিলা আস্তা উঠিতে নাম্ভিতে পড়েছে। এলা ব্যারিস্টারের বেটা হামার বাড়ির সামনত একখান সোলার নাইট দিছে। খুব উপকার হইছে বা। এলা আশপাশ ফকফকা দেখা যাছে।’— স্থানীয় ভাষায় এভাবেই বলছিলেন পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার বাসিন্দা বৃদ্ধ ফাতেমা বেগম।