গিনি-বিসাউয়ে সেনা বিদ্রোহ: প্রেসিডেন্ট গ্রেপ্তার, থমকে গেল নির্বাচনি কার্যক্রম
প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার একদিন আগেই আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের ক্ষমতাভার গ্রহণের দাবি করেছে দেশটির সেনাবাহিনীর একাংশ। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী সামরিক কর্মকর্তারা। গ্রেপ্তার করা হয়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্টসহ আরও দুই শীর্ষ রাজনীতিবিদকে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্বাচনি কার্যক্রম স্থগিতসহ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে সামরিক বাহিনী।