আবার সেই চিরচেনা যানজটের সাথে দেখা রাজধানীবাসীর। স্বস্তির মেট্রোরেল চালু হতে আরো অন্তত ১ বছর সময় লাগবে। অন্যদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে কবে- হয়নি তারও সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছে, রাজধানীতে যানজটে প্রতিদিন প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতি গুণছে বাংলাদেশ। সাথে স্বাস্থ্যক্ষতি আর জ্বালানির অপচয় তো আছেই।