বিদায়ী অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরের বাজেটে ঘাটতি লক্ষ্যমাত্রা কম ধরা হয়েছে। ঋণের লক্ষ্যমাত্রাও বিদায়ী অর্থবছরের চেয়ে কম। অর্থনীতিবিদরা একে ঋণ করে বাজেট বাস্তবায়নের প্রবণতা থেকে বের হওয়ার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা মনে করেন, মূল্যস্ফীতি কমাতে সার্বিক পরিচালন ব্যয়েও লাগাম টানা দরকার।