ক্লাস শুরুর মাস পেরোলেও পরিমার্জিত বই প্রস্তুত হয়নি একাদশের
২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশের ক্লাস শুরু হবার প্রায় ১ মাস হলেও সিলেবাস হাতে পাননি শিক্ষার্থীরা। কারণ মাধ্যমিকের পাশাপাশি পরিমার্জন হচ্ছে উচ্চ মাধ্যমিকের পঠ্যবইও। পরিমার্জিত বই মুদ্রণে যেতে দেরি হলে আগের বই নকল করে বাজারে সরবরাহের শঙ্কা মুদ্রণ ব্যবসায়ীদের।