ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ পাঁচ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। নসরতপুর রেলগেট থেকে জগদীশপুর পর্যন্ত এই যানজটে আটকা পড়েছে কয়েকশ' যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। বুধবার (২৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই যানজটে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।