হবিগঞ্জে পাহাড়ি ছড়া ও চা বাগান ধ্বংসের শঙ্কা: সিলিকা বালুর অবাধ লুট
হবিগঞ্জের পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে অবাধে লুট হচ্ছে খনিজ সম্পদ। ড্রেজার মেশিনসহ নানা উপায়ে দিনরাত চলছে সিলিকা বালু উত্তোলন। ফলে বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকির মুখে আশপাশের বসতি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে বালু লুটের প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসন বলছে, অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না লুটপাট।