আলেপ্পোর পর সিরিয়ার ইদলিব প্রদেশও বিদ্রোহীদের দখলে
আলেপ্পোর পর সিরিয়ার ইদলিব প্রদেশও দখল করে নিলো বিদ্রোহীরা। এগোচ্ছে হামার দিকে। বিদ্রোহীদের হঠাৎ আগ্রাসী আক্রমণে তিনদিনে নিহত ৩শর বেশি মানুষ; কোণঠাসা সিরীয় সেনাবাহিনী ছেড়ে দিয়েছে আলেপ্পোর নিয়ন্ত্রণ। বিদ্রোহীদের দমনে মিত্র রাশিয়ার সহযোগিতায়, দীর্ঘ আট বছর পর বিমান হামলা চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেনা আসাদ সরকার। প্রশ্ন উঠেছে, গাজা-লেবাননের পর ইসরাইলি আগ্রাসনের পরবর্তী লক্ষ্য কি সিরিয়া?