সিজারিয়ান  

১১ বছরে সিজারিয়ানের হার ৪৫ শতাংশে ঠেকেছে, ৮৪ শতাংশই বেসরকারিতে

১১ বছরে সিজারিয়ানের হার ৪৫ শতাংশে ঠেকেছে, ৮৪ শতাংশই বেসরকারিতে

হাসপাতালে প্রসবের হার বাড়ায় মাতৃ ও শিশু মৃত্যুর হার কিছুটা কমলেও ব্যাপকভাবে বেড়েছে সিজারিয়ান। খরচও গেছে নাগালের বাইরে। ১৫ থেকে ২০ হাজার টাকায় সম্পন্ন হওয়া সিজারিয়ানের খরচ কোথাও কোথাও ২ লাখও ছুঁয়েছে। অপ্রয়োজনীয় সিজারিয়ান মায়ের শারীরিক ও আর্থিক ক্ষতি বাড়ালেও এর দায় নিচ্ছেন না কেউ। ১১ বছরে সিজারিয়ানের হার দ্বিগুণ হয়ে ৪৫ শতাংশে ঠেকেছে। যার ৮৪ শতাংশই বেসরকারিতে। বিশেষজ্ঞদের শঙ্কা, শিগগিরই ৯০ শতাংশ ছাড়াবে।

সরকারিতে ৩৭৫ টাকা, বেসরকারিতে ছাড়ায় লাখ

সরকারিতে ৩৭৫ টাকা, বেসরকারিতে ছাড়ায় লাখ

আয়েশি কেবিনে একই সেবা দুই লাখ টাকাও ছাড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও। সিজারিয়ানে এমন পার্থক্য দেশজুড়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে।