সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ তিন ব্যক্তির শেয়ার অবরুদ্ধ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ (বুধবার, ১৯ নভেম্বর) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিআইডি বলছে, অনুসন্ধানে অবৈধ অর্থ দিয়ে এসব শেয়ার কেনার প্রমাণ পাওয়ায় আদালতের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হয়।