মেসি আসলেন, চলেও গেলেন; ভারতের ভক্তদের জন্য রেখে গেলেন বিষণ্ন স্মৃতি
মেসির উপস্থিতির পরও ম্লান ভারতের ফুটবল উৎসব। সল্টলেকে মেসির এক ঘণ্টার সেই সফরের জন্য বরাদ্দ ছিল ৮৯ কোটি টাকা। গত ১৩ ডিসেম্বর সোনার দামে টিকিট কেটে ফুটবল জাদুকর মেসিকে দেখার তৃষ্ণা নিয়ে জনসমুদ্র সল্টলেক স্টেডিয়ামে আছড়ে পড়েছিল, তারা জানত না সেই আবেগ শেষ হবে লোনা জলে। উৎসবের মঞ্চ হয়ে উঠার পরিবর্তে মহাতারকার সফর ঘিরে আবর্তিত হচ্ছে আয়োজকদের নানা কেলেঙ্কারি।