চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, চলবে জরুরি সেবা
হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাকি সব চিকিৎসাসেবা বন্ধ
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে নিয়েছেন চিকিৎসকরা। আজ (রোববার, ১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে চিকিৎসকদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এছাড়া জরুরি চিকিৎসা সেবা চালুর কথাও জানানো হয়েছে। তবে শনিবার রাতে হামলার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাকি সব চিকিৎসাসেবা বন্ধ থাকবে।
হাসপাতালের চিকিৎসা সেবা সীমিত করায় ভোগান্তিতে রোগীরা
চলমান কারফিউ ও সাধারণ ছুটিতে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা অনেকটা সীমিত। এসময় হাসপাতালগুলোর বহির্বিভাগ সেবা কোনোভাবে চললেও, জরুরি বিভাগেও বাড়ে রোগীর চাপ। এতে ভোগান্তি বাড়ে হাসপাতালের নিয়মিত রোগীদের। রোগীর স্বজনদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না চিকিৎসকের দেখা। তবে, কারফিউ শিথিলের সময় বাড়তে থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চিকিৎসা সেবা।
অনিশ্চতায় দেশের হাজারো চিকিৎসকের ভবিষ্যৎ
দেশের মেডিকেল কলেজ থেকে পাস করা হাজার-হাজার চিকিৎসকের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়। সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তহীনতায় দেশের মেডিকেল শিক্ষা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। যার ফলে মেডিকেল শিক্ষার্থীদের বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষার দুয়ার বন্ধ হতে পারে।