পৈতৃক সম্পত্তি প্রাপ্তির বঞ্চনা কবে ঘুচবে নারীর
ইতিহাস ঘাটলে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম, নারী-পুরুষ সম-অধিকার দাবীর শুরু প্রাচীনকাল থেকেই। কিন্তু সেই অধিকার বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে? এত বছরেও কি পৈতৃক সম্পত্তির প্রাপ্যটুকু ঠিকঠাক বুঝে পেয়েছেন নারীরা? নিজ ঘর থেকেই প্রতারিত যে নারী, রাষ্ট্র কি পাশে আছে তার?