সফটওয়্যারের ল্যাইসেন্স কিনতে ৫০০ কোটি টাকার বেশি বাইরে চলে যাচ্ছে
দেশের প্রযুক্তি খাতে এখনো কমেনি বিদেশি প্রযুক্তি সেবার আধিপত্য। প্রতিবছর ৫০০ কোটি টাকার বেশি অর্থ দেশের বাইরে চলে যায় বিভিন্ন সফটওয়্যারের ল্যাইসেন্স ও মাসিক সাবস্ক্রিপশন কিনতে। অথচ একই প্রযুক্তির সেবা দেয়ার সক্ষমতা রাখে দেশীয় কোম্পানিগুলো। তারপরও কেন বিদেশি প্রযুক্তির দিকে এতো আগ্রহ বেসরকারি প্রতিষ্ঠান গুলোর ?