তিনজনই মেধা ও গুণে সমান তালে এগিয়ে চলেছেন। পেশাগত জীবনে তিনজনের দিক আলাদা হলেও একটি জায়গায় তারা অভিন্ন মেরুতে অবস্থান করেন। আর তা হলো সঙ্গীত। তবে এর বাইরে আরও একটি পরিচয় রয়েছে, তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু।