শ্রমিক-দুর্ঘটনা-মামলা

এক দশকে প্রায় সাড়ে ৫ হাজার শ্রমিকের প্রাণহানি, মেলেনি ক্ষতিপূরণ

ঝুলে আছে ২০ হাজার মামলা

শুধু কর্মক্ষেত্রেই বিভিন্ন দুর্ঘটনায় এক দশকে প্রায় সাড়ে ৫ হাজার শ্রমিকের প্রাণহানি হয়েছে। আহত কয়েক হাজার। এদের বেশিরভাগই মালিক পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা বা ক্ষতিপূরণ পাননি। আর শ্রম আদালতে ঝুলে আছে প্রায় ২০ হাজার মামলা। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় সংখ্যক আদালত, বিচারক নিয়োগ এবং সহায়ক জনবল সংকট দূর করা গেলে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে। আর শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার।