এসির আবিষ্কারে বদলে গেছে পৃথিবী
এয়ার কন্ডিশনারের আবিষ্কার বদলে দিয়েছে বিশ্বকে। বলা হয় এসির জন্যই রোনাল্ড রিগ্যান মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা পরিবেশে মানুষের কাজের গতি বাড়ে। মূলত প্রিন্টিংয়ের কাজে এসির আবিষ্কার হলেও, এখন মানুষের আরাম-আয়েশে ব্যবহার হচ্ছে এটি। চলমান দাবদাহে বেড়েছে এসির কদর।