চাঁদপুরে ১৭৩ ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে চাঁদপুরে। জেলার ১৭৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হলেও, আবাসিক বা অনাবাসিক ভবনের নেই কোনো সুনির্দিষ্ট তালিকা। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম। এদিকে, শিগগিরই ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।