মানিকগঞ্জে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকট, ভোগান্তিতে সাত উপজেলার মানুষ
এক মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকট চলছে মানিকগঞ্জ সদর হাসপাতালে। সরকারি হাসপাতালের পাশাপাশি জেলা সদরের ফার্মেসিগুলোতেও নেই এ ভ্যাকসিন। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাত উপজেলার কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুতই সরবরাহ স্বাভাবিক হবে।