প্রাণহীন দেহ, অথচ প্রাণি! বাক্যটি শুনে অনেকেই হয়তো অবাক। শুনে বিশ্বাসযোগ্য না হলেও এমনি এক রোবটিক কুকুর তৈরি করেছে সুইডিশ এআই স্টার্টআপ কোম্পানি ইন্টুইসেল। যার রয়েছে অন্যসব প্রাণির মতোই শিখতে পারা ও কাজ করার ক্ষমতা।