চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেনটির ভাগ্য ঝুলে আছে রেলওয়ের মর্জির ওপর। ইঞ্জিন আর জনবল সংকট দেখিয়ে তুমুল জনপ্রিয় আর লাভজনক ট্রেনটি বারবার বন্ধ ঘোষণা করা হচ্ছে। এ নিয়ে দুই জেলার মানুষের আন্দোলনের মুখে গতকাল (রোববার, ২৩ জুন) আরও একমাস বাড়িয়ে ২৪ জুলাই পর্যন্ত চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে এ রুটে লোকাল ট্রেনটি স্থায়ীভাবে চালুর দাবি করে সাধারণ মানুষ।