দ্রুত নির্বাচনী রোডম্যাপ আসলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে : পররাষ্ট্র উপদেষ্টা
খুব দ্রুতই একটি নির্বাচনী রোডম্যাপ আসবে যাতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, একইসাথে বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ (শনিবার, ১১ জানুয়ারি) সকালে রাজধানীতে 'ব্র্যান্ডিং বাংলাদেশ' শীর্ষক ব্যাংকিং রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দাবি করেন, দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে।