রাঙামাটি সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৯৪টি রিসোর্ট, দোকানঘর, রেষ্টুরেন্ট ও বসত ঘর পুড়ে গেছে। আগুনের তীব্রতা থাকায় প্রায় ৫ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় সাজেকে পর্যটক গমনের উপর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।