সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণ শুরু ১৫ ডিসেম্বর
বন্যার পানি নামতে দেরি করায় সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণ কাজের জরিপ শুরু হয়েছে দেরিতে। নভেম্বরের মধ্যে জরিপের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে অর্ধেকেরও কম। এ অবস্থাতেই ১৫ ডিসেম্বর শুরু হচ্ছে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। তবে এবার নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঝুঁকিতে থাকবে হাওরের বিস্তীর্ণ অঞ্চলের বোরো ধান। চলতি বছর বাঁধ নির্মাণকাজে ইতোমধ্যেই ১২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। জরিপ শেষ হলে যা আরো বাড়বে।