১৪ বছরে গৃহযুদ্ধে সিরিয়ার অর্থনীতি কমেছে ৮৫ শতাংশ
ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে ভাগ্য পরিবর্তন সম্ভব নয়
পালিয়ে গেছেন আসাদ। রেখে গেছেন বিধ্বস্ত অর্থনীতি। ১৪ বছরের গৃহযুদ্ধে দেশের অর্থনীতি কমেছে ৮৫ শতাংশ। মধ্যপ্রাচ্যের দেশটিকে টেনে তোলার মতো একমাত্র শক্তি জ্বালানি খাত। তবে দেশটির তেল ক্ষেত্রগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের শঙ্কা, বিদ্রোহীদের ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে সিরিয়ানদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।