আকস্মিক বন্যায় বিপর্যস্ত সিলেটের ৫ উপজেলার অন্তত চার লাখ মানুষ। এই বন্যায় অনেকেই যেমন হারিয়েছেন ঘরবাড়ি তেমনি বানের পানিতে ভেসে গেছে গৃহপালিত পশুসহ খামারের মাছও। কৃষি জমির ফসল তলিয়ে যাওয়ার ক্ষতির পরিমাণ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয় ছাড়া শুধু মৎস্য ও কৃষি সম্পদের ক্ষতি ৫০০ কোটি টাকার নিচে নয়। আর জেলা প্রশাসন জানিয়েছে আপাতত দুর্গত এলাকার মানুষকে নিরাপদ রাখাই তাদের লক্ষ্য।