জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ছয়টি মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, এটিই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো এবং প্রতিবেদন জমা দেয়া হয়েছে। আজ (রোববার, ২৩ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।