মেটা এআই কী— কীভাবে কাজ করে মেটা এআই?
ফেসবুক স্ক্রল করতে করতে গিয়ে, হোয়াটসঅ্যাপে আড্ডা দিতে বা ইনস্টাগ্রাম ঘুরে দেখতে গিয়ে হয়তো অনেকের চোখে পড়ে থাকবে। কী? এক নতুন নাম—মেটা এআই (Meta AI)। মেটা প্ল্যাটফর্মের এই নতুন এআই সহকারী এখন সরাসরি যুক্ত হয়েছে ব্যবহারকারীদের প্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয়। কথোপকথন, অনুসন্ধান, ছবি তৈরি বা কনটেন্ট সাজানো— সব কিছুতেই এখন পাশে আছে এ বুদ্ধিমান ভার্চুয়াল ‘সাহায্যকারী’।