মেঘনার বুকে ব্রিজ নির্মাণের উদ্যোগ, হুমকিতে ইলিশের উৎপাদন
চাঁদপুর-শরীয়তপুর জেলার মাঝে দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর বুকে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সেতু কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে শেষ হয়েছে ফিজিবিলিটি স্টাডির কাজ। কিন্তু বর্তমানে এ রুটে চলাচলকারী ফেরিগুলো ভুগছে যানবাহন সংকটে। মৎস্য গবেষক, ব্যবসায়ী ও জেলেরা বলছেন, মেঘনায় অপরিকল্পিত সেতু নির্মাণে বিলুপ্ত হবে ইলিশ, হুমকিতে পড়বে শহর। জেলা প্রশাসক বলছেন, সব দিক বিবেচনা করে সেতু নির্মাণে নতুন করে সমীক্ষার কথা জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।