‘রাজাকার' স্লোগানধারীদের ছাত্রত্ব বাতিলসহ গ্রেপ্তারের দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিজেদেরকে ‘রাজাকার’ বলে স্লোগান দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করায় অবিলম্বে তাদের ছাত্রত্ব বাতিলসহ গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধ মঞ্চ।