ওয়ালটনে মিলিয়নিয়ার অফারসহ নানা ছাড়
প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা। চোখ রাঙাচ্ছে চৈত্রের খরতাপ। আর গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা। ফ্রিজ, ফ্যান, এসির চাহিদা বেড়েছে কয়েকগুণ। নগর থেকে প্রত্যন্ত গ্রাম- ঈদের আগে সব জায়গায় ক্রেতারা ছুটছেন শোরুমে। আকর্ষণীয় দাম, মিলিয়নিয়ার অফার, কিস্তি সুবিধার কারণে বাজার দখলে রেখেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।