মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে প্রতিদিনই চলছে প্রশাসনের ধরপাকড়। সড়ক, বাসা-বাড়ি কিংবা কর্মস্থল সবখানেই চালানো হচ্ছে আটক অভিযান। সবশেষ দেশটির নিলায় ও সেরেম্বান শহরে চালানো অভিযানে ৫৫ বিদেশিকে আটক করছে অভিবাসন বিভাগ। যাদের মধ্যে আছেন ১১ বাংলাদেশি।