স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নানা অরাজকতা করে তারা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) সকালে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন বিষয়ক কর্মশালায় একথা বলেন তিনি। এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আইন-বিচারসহ সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মব ভায়োলেন্স কমে যাবে। এসময় জামিন দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টারা।