ভারতে ভোটের অমোচনীয় কালি তৈরিতে ব্যস্ততা
লোকসভা নির্বাচন ঘিরে ভারতজুড়ে তুঙ্গে নির্বাচনী উত্তাপ। এবারের নির্বাচনে ৭ দফার দীর্ঘপর্বে ভোট দেবেন রেকর্ড ৯৭ কোটি ভোটার। তবে ভোট দিলেই আঙুলে দেয়া হয় অমোচনীয় কালি। এই কালি তৈরি করেন কে বা কারা? কালির দামই বা কত?