পলিথিন বন্ধে কঠোর হচ্ছে সরকার, আইন ভাঙলেই জেল-জরিমানা
পহেলা নভেম্বর থেকে সব বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ হচ্ছে। ২০০২ সালের আইন লঙ্ঘন করলেই জেল-জরিমানা। পলিথিনের বিকল্প হবে পাট, কাপড় ও চট। আর ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মুক্ত বাজারকে পুরস্কার দেয়ার ঘোষণা দেন পরিবেশ উপদেষ্টা।