মাটির নিচে ১২ তলাবিশিষ্ট বেলনাকৃতির একটি পানির পুলে রয়েছে আলো সনাক্তকারী হাজার হাজার টিউব। বৃত্তাকার এই গবেষণাগার থেকেই অধরা মৌলিক কণা নিউট্রিনোর রহস্যের দুয়ার খুলবে। পারমাণবিক রিঅ্যাকশনে ভূমিকা রাখা এই নিউট্রিনো গবেষণায় মহাজাগতিক অনেক রহস্যের দ্বার খুলবে হবে বলে মনে করেন বিজ্ঞানীরা।