'সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না'
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 'আমি বলেছিলাম ২০২৪ এ নির্বাচন করো হাসিনা, করতে পারো। কিন্তু এক বছরের বেশি মসনদে টিকবা না। আল্লাহর দরবারে কোটি কোটি শোকর, সাত মাসও টিকতে পারে নাই। গণভবন থেকে হেলিকপ্টারে করে ঐ যে উড়াল দিয়েছে, আর আসতে পারে নাই।'