ফেব্রুয়ারি-মার্চে আড়াই লাখ টন চাল আমদানি করছে অন্তর্বর্তী সরকার
নানা পদক্ষেপের পরও লাগামহীনভাবে বাড়ছে দাম
চট্টগ্রাম বন্দরে বিভিন্ন দেশ থেকে চাল বোঝাই জাহাজ আসতে শুরু করেছে। দুটি জাহাজে ভারত থেকে ৫২ হাজার টনের পর এবার মিয়ানমার থেকে আসছে আরো এক লাখ টন চাল। পাকিস্তান থেকেও প্রায় ৫০ হাজার টন চাল আমদানির প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই আড়াই লাখ টন চাল আমদানি করছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারি পর্যায়ে বিপুল আমদানি, শুল্ক প্রত্যাহার, ব্যাংক মার্জিন কমানোসহ নানা পদক্ষেপের পরও লাগামহীনভাবে বাড়ছে চালের দাম। এজন্য অসাধু ব্যবসায়ীদের চাল মজুত ও সরবরাহ ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে দুষছেন ব্যবসায়ীরা।