বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দাম আকাশছোঁয়া, ব্রেন্ট ক্রুড ৬৯ ডলার ছাড়ালো
ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে বিশ্ববাজারে পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণ, রুপা ও জ্বালানি তেলের দাম। এসব খাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়ানোয় দাম আকাশচুম্বী হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে নিরাপদ বিনিয়োগের খাত হয়ে ওঠা প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫শ’ ১১ ডলারে। আর প্রতি আউন্স রুপার দাম ১১৮ ডলারের বেশি। অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৯ ডলার ছাড়িয়েছে। বিপরীতে পতনের কবলে মার্কিন ডলার।