শুধু নামের মিল থাকায় ১২ বছর ধরে আসামি!
জামিনে মুক্ত হলেও মেলেনি খালাস
শুধু নামের মিল থাকায় আসামি না হয়েও কারাভোগ। এরপর জামিনে মুক্ত হলেও একযুগেও খালাস পাননি শরীয়তপুর জাজিরার দিনমজুর স্বপন খান। মামলার খরচ চালাতে নিঃস্ব পুরো পরিবার। অভিযোগ, পুলিশের গাফিলতিতেই এই ভোগান্তি।