জনপ্রিয় হচ্ছে ভিডিও সিভি; জানুন সহজে তৈরির কৌশল
চাকরিপ্রার্থীদের মধ্যে নিজেকে ভিড়ের মধ্যে থেকে আলাদাভাবে তুলে ধরার প্রবণতা বাড়ছে। আর এই আধুনিক প্রতিযোগিতার বাজারে সবচেয়ে জনপ্রিয় ‘স্মার্ট’ উপায় হলো ভিডিও সিভি (Video CV) বা ভিডিও রিজিউমি (Video Resume)। এটি মূলত আপনার প্রথাগত লিখিত সিভির (Written CV) সঙ্গে যুক্ত করা ৬০ থেকে ৯০ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও, যা আপনার ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা ও আগ্রহ সরাসরি নিয়োগকর্তার কাছে পৌঁছে দেয়।