বিশ্বের সবচেয়ে খারাপ বিমান সংস্থার তকমা ভারতের ইন্ডিগোর
বিমান সংস্থাগুলোর মান নিয়ে এয়ারহেল্প নামের একটি সংস্থার সমীক্ষায় বিশ্বের সবচেয়ে খারাপ বিমান পরিষেবা দানকারী কোম্পানি ভারতের ইন্ডিগো। মাঝামাঝি অবস্থানে এয়ার ইন্ডিয়া। এতে ভারতের বৃহত্তম বিমান ইন্ডিগোর ব্যবসায় মন্দার ধাক্কা লাগার শঙ্কা বাড়ছে। যদিও এই সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিগো।