অরুণাচল প্রদেশের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৪৬টি আসনে জয় পাওয়ায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। অন্যদিকে সিকিমের ৩২ বিধানসভা আসনের মধ্যে ৩১টিতেই জয় পাওয়ায় রাজ্যটির ক্ষমতায় থাকছে স্থানীয় দল সিকিম ক্রান্তিকারী মোর্চা-এসকেএম।