তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল (রোববার, ৯ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদি। তবে প্রথমবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ম্লান হয়ে গেছে 'ব্র্যান্ড-মোদি'র দাপট। বিশ্লেষকরা বলছেন, অপ্রত্যাশিত পুনরুত্থানের মাধ্যমে আগের চেয়ে দ্বিগুণের বেশি শক্তি নিয়ে পার্লামেন্টে ফেরা কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের বাধার মুখে পড়তে হবে মোদিকে।