’পুঁজিবাজারে অতিদ্রুত সাধারণ বিনিয়োগকারীদের লোকসান কমাতে ব্যবস্থা নেয়া হচ্ছে’
পুঁজিবাজারে ধারাবাহিক পতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাই অতিদ্রুত তাদের লোকসান কমাতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (বুধবার, ৩০ অক্টোবর) আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সেইসঙ্গে প্রণোদনা দেয়াসহ বেশ উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।