কেমন হবে ফর্মুলা ওয়ানের ২০২৫ মৌসুম
আবুধাবি গ্র্যান্ড প্রিক্স দিয়ে পর্দা নেমেছে ২০২৪ ফর্মুলা ওয়ানের। ড্রাইভার চ্যাম্পিয়নশিপে চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছেন নেদারল্যান্ডসের ম্যাক্স ভেস্টাপেন। অপরদিকে ১৯৯৮ সালের পর কন্সট্রাক্ট্রর চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছেন ম্যাকলারেন টিম। কেমন হবে ২০২৫ মৌসুম?