প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আজগর আলী হাসপাতালকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের অনুমতি
দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বেসরকারি হাসপাতাল হিসেবে প্রথমবারের মতো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে আজগর আলী হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন বেসরকারি স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা। দেশের জটিল চিকিৎসা ব্যবস্থার জন্য এই অনুমতিকে নতুন মাইলফলক হিসেবে দেখছেন তারা।